বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারামুক্ত হয়ে নির্বাচনী মাঠে আসুক সে কামনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলেও জানিয়েছেন তিনি।শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।গতবারের মতো আগামী নির্বাচনও বর্জন করলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে বলে মনে করেন মোহাম্মদ নাসিম। আগামী নির্বাচনে না এলে পরবর্তী সময়ে বিএনপিকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ১৯৭০ এর মতো। এ নির্বাচন হবে সৎ ও নিরপেক্ষ। এ নির্বাচন হবে স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার নির্বাচন। নির্বাচনকালীন তিন মাস প্রশাসন প্রধানমন্ত্রীর কথা শুনবে না, প্রশাসন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে।’খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনার কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। এতো ভয় কেন, খেলা হবে মাঠে। এ নির্বাচনে শেখ হাসিনা আবারো ছক্কা মারবেন।’মোহাম্মদ নাসিম বলেন, ‘আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। সংবিধানের বাইরে অন্য কোনো পন্থায় নির্বাচন হবে না। এ নির্বাচনে যারা জয় লাভ করবে আওয়ামী লীগ তাদের মেনে নেবে। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com