প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৬:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২০, ৩:০০ পি.এম
পাওনা টাকার জন্য সুস্থ ব্যক্তিকে জাপটে ধরলেন করোনা রোগী | মানুষের কল্যাণে প্রতিদিন
নিউজ ডেস্কঃ
কক্সবাজারে করোনাভাইরাসে আক্রান্ত এক যুবকের বিরুদ্ধে পাওনা টাকা আদায়ের জন্য এক সুস্থ ব্যক্তিকে জাপটে ধরার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ মে) সন্ধ্যায় সদর উপজেলার লিংক রোড স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত ওই যুবক (৩২) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুকতারকুল গ্রামের বাসিন্দা। তিনি পেশায় সিএনজিচালিত ট্যাক্সি ব্যবসায়ী। তিন দিন আগে তার করোনা পজিটিভ ধরা পড়ে।
সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান জানান, করোনা আক্রান্ত ওই যুবক লিংক রোড এলাকার সালামত নামে একজনের কাছে কিছু টাকা পেতেন। লকডাউন ভেঙে তিনি সালামতের কাছে পাওনা টাকা তুলতে যান। দেনাদার সালামত টাকা দিতে কয়েকদিন সময় চান। সালামতের কাছ থেকে পাওনা টাকা আদায়ের কৌশল হিসেবে করোনা আক্রান্ত ওই যুবক উত্তেজিত হয়ে সালমতকে জাপটে ধরে বলেন, ‘করোনায় আমিও মরব-তুইও মর।’ এ নিয়ে সালামতসহ স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
তিনি বলেন, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। দেনাদার সালামতকে দ্রুত সাবান ও জীবাণুনাশক দিয়ে গোসল করানোর ব্যবস্থা করি। এ বিষয়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ উল্লাহ মারুফ বলেন, লিংক রোড স্টেশনে ওই করোনা রোগী লকডাউন অমান্য করে লোকজনের সঙ্গে ঝগড়াঝাটি করেছেন বলে খবর পেয়েছি। তাকে রামু আইসোলেশন হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com