প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৪:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২০, ৫:৩৫ পি.এম
সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে সেনাবাহিনীর উদ্যোগে জীবাণুমুক্ত টানেল নির্মাণ । মানুষের কল্যাণে প্রতিদিন
মঙ্গলবার যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ও ৯ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ব্যবস্থাপনায় টানেলটি নির্মাণ করছে ১১৭ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি।
ক্যাপ্টেন জিসান জানান, সেনা প্রধানের নির্দেশে সাতক্ষীরা জেলার সাধারণ মানুষ ও যানবাহনকে জীবাণুমুক্ত করার জন্য প্রাথমিকভাবে এই টানেল নির্মাণ করা হয়েছে।
টানেলটি করোনা সংক্রমণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সাধারণ মানুষ।
পথচারী আজিজুল ইসলাম জানান, সর্বত্র করোনা আতংক। তারপরও পেটের দায়ে ঘর থেকে বের হওয়া। তাই এই ট্যানেলটি সাধারণ মানুষের জন্য খুবই উপকারে আসবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com