হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে ৭০ পিস ইয়াবা ও একটি পালসার মোটর সাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সোনাটিকারি গ্রামের মৃত ময়জুদ্দিন সরদারের ছেলে মুকুল সরদার (৪৪) ও দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত নজিবর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান শাহিন (৪০)। থানা সূত্রে জানা গেছে, থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষণ ও সহকারী উপ-পরিদর্শক শেখ জামাল হোসেনের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার বিকেলে নলতা হাসপাতাল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৭০ পিস ইয়াবা ও একটি পালসার মোটর সাইকেলসহ মাদক ব্যবসায়ী মুকুল সরদার ও মোস্তাফিজুর রহমান শাহিন আটক হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আটককৃতদের বুধবার (১৩ মে) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে কালিগঞ্জ থানা পুলিশ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com