সাংবাদিক সহযোদ্ধাদের উদ্দেশ্যে বলছি, মানব জীবনে তো বাধা বিপত্তি আসবেই।কিন্তু থেমে গেলে তো হবে না।নিজ উদ্যোগে এগিয়ে যেতে হবে।অনেকেই আছে যারা নানা ঝড়-ঝাপটা থাকা সত্ত্বেও জীবন যুদ্ধে হার না মেনে এগিয়ে যাচ্ছে নিজ প্রচেষ্টায়।জীবন মানেই বেঁচে থাকার সংগ্রাম।এই সংগ্রামে সেই টিকে থাকবে ও সফল হবে,যার রয়েছে নিজের প্রতি আত্মবিশ্বাস এবং হার না মানার প্রবণতা।পিছিয়ে পড়ার মানেই নিঃশেষ হয়ে যাওয়া নয়।প্রিয়জন ছেড়ে যাওয়ার মানেই বেঁচে থাকা মূল্যহীন নয়।তোমার ব্যর্থতা মানে তোমার ভুল শোধরানোর সুযোগ।তুমি পিছিয়ে পড়ার মানে স্কিল ডেভেলপমেন্ট করতে উদ্বৃত্ত করা।তোমাকে ধোঁকা দেওয়ার মানে, বিকল্প উপায়ে চেষ্টা করার তাগিদ দেওয়া।পরীক্ষায় ফেল করা মানে,পড়ালেখার ব্যাপারে আরো সিরিয়াস হওয়া।সাংবাদিকদের নির্যাতন হচ্ছে বলে কলম বন্ধ করা নয়,লেখার মান আরো বাড়িয়ে দেওয়া এবং সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করার সুযোগ হওয়া ও বিএমএসএফ'র সাথে থেকে সংগঠন কে শক্তিশালী করে জোরালো ভাবে আন্দোলনে ঝাপিয়ে পড়া ও আন্দোলন সফল করা।
মোঃ কবির নেওয়াজ রাজ
সম্পাদক,মানুষের কল্যাণে প্রতিদিন
ও কার্যনির্বাহী সদস্য বিএমএসএফ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com