নিউজ ডেস্কঃ
সাতক্ষীরার দেবহাটায় ক্রেতা ও বিক্রেতাদের মাঝে করোনা ভাইরাস সংক্রমণ না ঘটে সে লক্ষে করণীয় বিষয়ক সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দেবহাটা থানা পুলিশের আয়োজনে থানা চত্বর হতে বিভিন্ন এলাকা ও বাজারে এই সচেতনতা র্যালি করা হয়।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) উজ্বল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী, এসআই আবু হানিফ সহ থানা পুলিশের সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
এ সময় ওসি বলেন, সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত ভাবে দোকান ও বাজার খোলা রাখতে হবে। প্রবেশ পথে হাত ধোয়ার জন্য পানি, সাবান বা স্যানিটাইজার রাখতে হবে। বাজার বা দোকান সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। সরকারি নিয়ম মেনে চলতে হবে। কেউ নিয়ম ভাঙলে কঠোর শাস্তি প্রদান করা হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com