সাতক্ষীরার দেবহাটায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রঞ্জন কুমার মন্ডলের সাথে মানবতার কল্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান জিএম সৈকতের মারপিটের ঘটনা ঘটেছে।
নারী ঘটিত একটি বিষয়ের শালিসকে কেন্দ্র করেই শুক্রবার রাত ১১ টার দিকে কুলিয়া ইউনিয়নের রাঘুনাথপুর গ্রামে জিএম সৈকতের বাসভবনে এবং শনিবার সকাল ১০ টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি’র পারুলিয়াস্থ বাসভবন সম্মুখে দু’দফায় মারপিটের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মারপিটে উভয়েই কমবেশি আহত হয়েছে বলে দাবি করেছেন কুলিয়ার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রঞ্জন কুমার মন্ডল ও নাট্য নির্র্মাতা জিএম সৈকত।
তবে আহতদের মধ্যে রঞ্জন কুমার মন্ডল বর্তমানে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে মারপিটের ঘটনার পরপরই একে অন্যকে দোষারোপ করে দেবহাটা থানায় পাল্টাপাল্টি পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন আওয়ামী লীগ নেতা রঞ্জন কুমার মন্ডল ও জিএম সৈকত।
আহত আওয়ামী লীগ নেতা রঞ্জন কুমার মন্ডল জানান, সাম্প্রতিক সময়ে নারী ঘটিত একটি বিষয় নিয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ ও তার স্বামী নাট্য নির্মাতা জিএম সৈকতের শালিস মিমাংসা করার কথা ছিলো। শুক্রবার রাতে বিষয়টি নিয়ে কথা বলার নাম করে তাকে জিএম সৈকতের বাড়ীতে ডাকা হয়। রাত ১১ টার দিকে তিনি সেখানে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে জিএম সৈকত তাকে মারপিট করেন। এঘটনার পর শনিবার সকালে স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি’র পারুলিয়াস্থ বাসভবনে যান তিনি। একপর্যায়ে সেখানেও উপস্থিত হয়ে জিএম সৈকত দ্বিতীয় দফায় তাকে মারপিট করেন।
অপরদিকে নাট্য নির্মাতা জিএম সৈকত জানান, শুক্রবার রাতে রঞ্জন মন্ডল তার বাড়ীতে গিয়ে তাকে মারপিটের চেষ্টা করেন। শনিবার সকালে বিষয়টি জানাতে তিনি ও তার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি’র বাড়ীতে আসেন। সেখানে আগে থেকেই আওয়ামী লীগ নেতা রঞ্জন মন্ডলসহ কয়েকজন উপস্থিত ছিলেন। কথা বলার এক পর্যায়ে রঞ্জন মন্ডল তাকে মারপিট করেন।
এব্যাপারে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, শুক্রবার রাতের ঘটনাটি নিয়ে শনিবার সকালে দু’পক্ষই আমার বাড়ীতে আসেন। আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতির সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে নিষ্পত্তির জন্য রবিবার সকালে সময় নির্ধারণ করে দিই। পরে আমার অনুপস্থিতিতে আবারো রঞ্জন মন্ডলের সাথে জিএম সৈকতের মারপিটের ঘটনা ঘটে। যেহেতু দলীয়ভাবে বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হয়নি এবং পুনরায় মারপিটের ঘটনা ঘটেছে সেহেতু উভয়পক্ষই আইনের আশ্রয় নিয়ে দেবহাটা থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন।
পাল্টাপাল্টি অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, নাট্য নির্মাতা জিএম সৈকত ও আওয়ামী লীগ নেতা রঞ্জন কুমার মন্ডল বাদী হয়ে থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি পুলিশ তদন্ত করছে তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com