মধ্যরাতে হাজারো মানুষ অপেক্ষা করছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে বাঁধা ফেরিতে অপেক্ষায় রয়েছে ফেরি ছাড়ার।
ঈদের আন্তঃজেলায় যাতায়াতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে গত কয়েকদিন ধরেই ঢাকা থেকে দক্ষিণের জেলামুখী মানুষের ঢল নামে। যার চাপ শিমুলিয়া ঘাটে গিয়ে পড়ে।
এ নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে সোমবার দুপুরে পূর্বঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। এতে আটকা পড়া হাজারো মানুষ তখন থেকেই পারাপারের সুযোগের অপেক্ষায়।
সে সময় বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানিয়েছিলেন, সোমবার বিকাল ৩টা থেকে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের নির্দেশে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসনের সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয় কথা বলে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সে সময় জানান তিনি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com