অবশেষে করোনাকালে ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সাংবাদিক কল্যান ট্টাষ্টের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। দেশের মোট ১২শ সাংবাদিকের মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা বিতরণ করা হবে।
যারা পাবেন তারা হলেন সম্প্রতি চাকরিচ্যূত যারা, গত ছয় মাস ধরে যারা বেকার, নিয়মিত কাজ করেও যারা বেতন পাচ্ছেন না। এমন সাংবাদিকদের জন্য সরকারের পক্ষ থেকে প্রেস ইনষ্টিটিউট অব বাংলাদেশ পিআইবি এই ধরনের আর্থিক সহায়তা করবেন। পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ আজ মঙ্গলবার ১৯ মে এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ট্টাষ্টের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে বাংলাদেশ মমফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সাংবাদিকদের জন্য সরকারের পক্ষ থেকে জন্য অার্থিক সহযোগিতার সিদ্ধান্তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদকে ধন্যবাদ জানানো হয়।
ইতিপূর্বে সাংবাদিকদের আর্থিক সহযোগিতার জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিল জেলা প্রশাসকদের নিকট চিঠি পাঠিয়ে একদিনের মাথায় তা প্রত্যাহার করে নেয়। এ নিয়ে সারাদেশের সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছিল।
এদিকে করোনায় ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের অনুকূলে অার্থিক সহযোগিতা বরাদ্দের দাবিতে পরপর দু'বার মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পাঠায় বিএমএসএফসহ বিভিন্ন সংগঠন।
তবে বিএমএসএফ'র পক্ষ থেকে আর্থিক অনুদানে সাংবাদিকের সংখ্যা বাড়ানো এবং জেলা কোটা সংরক্ষনেরও দাবি করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com