ডিএমপি নিউজঃ করোনাযুদ্ধে জীবন দিলেন আরো এক দেশপ্রেমিক পুলিশ সদস্য। একের পর এক দেশপ্রেমিক পুলিশ সদস্যের মৃত্যুর সংবাদ দিতে গিয়ে আমরা আড়ষ্ট, দুঃখিত ও মর্মাহত।
চলমান করোনাযুদ্ধে জাতি আজ দুইজন দেশপ্রেমিক পুলিশ সদস্যকে হারালো। তাঁরা হলেন নায়েক আল মামুনুর রশিদ ও কনস্টবল মোঃ মোখলেছুর রহমান।
আল মামুনুর রশীদ ডিএমপির পরিবহণ বিভাগে কর্মরত ছিলেন। আর কনস্টবল মোঃ মোখলেছুর রহমান চট্টগ্রাম জেলা পুলিশে কর্মরত ছিলেন।
এ নিয়ে চলমান করোনাযুদ্ধে বাংলাদেশ পুলিশের ১১ জন সদস্য শাহাদাতবরণ করলেন।
করোনাভাইরাস প্রতিরোধে জীবন উৎসর্গ করা পুলিশ কনস্টেবল মোঃ মোখলেছুর রহমান চট্টগ্রাম জেলা পুলিশের অধীন সদর কোর্টে কর্মরত ছিলেন।
মোঃ মোখলেছুর রহমানের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার টামটা গ্রামে। তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
করোনাযুদ্ধে কনস্টেবল মোঃ মোখলেছুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
দেশের জন্য জীবন উৎসর্গকারী কনস্টেবল মোঃ মোখলেছুর রহমানের মরদেহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১১ জন বীর সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com