বিএনপি চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠন করা মেডিকেল বোর্ড এখন পর্যন্ত তাদের সিদ্ধান্ত দেয়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক শাহ আলম তালুকদার। তারা প্রতিবেদন দিলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জনিয়েছেন তিনি।বোর্ড গঠনের একদিন পর সোমবার দুপুরে ঢাকা মেডিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন হাসপাতালের উপপরিচালক।তবে খালেদা জিয়ার কী কী শারীরিক সমস্যা, তাকে কী চিকিৎসা দেয়া হয়েছে, কী কী পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, দেশেই তার চিকিৎসা সম্ভব নাকি বিদেশে তার চিকিৎসা করাতে হবে, এ বিষয়ে কিছুই বলেননি শাহ আলম তালুকদার।ভারপ্রাপ্ত সিভিল সার্জন জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক হাঁটুর সমস্যা রয়েছে। এই কারণেই তাঁর হাঁটতে কষ্ট হয়। এছাড়াও তাঁর গেঁটে বাত রয়েছে। তবে তার ব্লাড প্রেসার (রক্তচাপ) ও ব্লাড সুগার (রক্তের শর্করা) স্বাভাবিক আছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com