বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও জোট নেতা মাহমুদুর রহমান মান্নার পর দলের অন্যতম ভাইস চেয়ারম্যান ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বসলেন খালেদা জিয়া।বুধবার রাত ৮টা ৫৫ মিনিটে মিন্টু গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় ঢোকেন, বের হন ৯টা ২৫ মিনিটে।আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে আবদুল আউয়াল মিন্টু তিনি মানুষের কল্যাণে প্রতিদান কে বলেন, “ম্যাডামকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম, ঈদ মোবারক জানিয়েছি। উনার সাথে শুভেচ্ছা বিনিময় হয়েছে।”
দীর্ঘ আড়াই বছর পর দলীয় প্রধানের সঙ্গে এই প্রথম সাক্ষাৎ হল বলে জানান তিনি।দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে কারাগারে যান খালেদা জিয়া। গত ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি পান তিনি।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গুলশানের বাসায় ‘কোয়ারেন্টিনেই’ ছিলেন বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত ৭৫ বছর বয়সী খালেদা জিয়া। বাইরে থেকে শুধু বিশেষজ্ঞ চিকিৎসকরা গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়া ও চিকিৎসার বন্দোবস্ত দিচ্ছিলেন।এরমধ্যে গত ১১ মে ওই বাসায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com