মনির হোসেন শাহিন :ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গতকাল নতুন করে ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার আইইডিসিআর হতে প্রাপ্ত রিপোর্ট থেকে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.মোসরাত ফারখান্দা জেবিন।
হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পাঠানো রিপোর্টে যে সাতজনের করোনা পজিটিভ এসেছে তারা হচ্ছে। নবীনগর কৃষি ব্যাংকের গার্ড আবদুল হক (৪০), সোনালী ব্যাংকের গার্ড হেলাল মিয়া (৩০), উপজেলা পরিষদের স্টাফ আবদুল হাই (২৮), সরকারি হাসপাতালের ওয়ার্ড বয় আবদুল আজিজ (৫৫), কনিকাড়া গ্রাসের শাহাদাৎ হোসেন (৩০) এবং জিনোদপুরের সোহেল মিয়া (২২) ও মোর্শেদ আলম (২৮)।
সূত্র আরো জানায়, নতুন করে এই সাতজনসহ মোট ৩৬ জন নবীনগর উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন। তবে এরইমধ্যে সরকারি হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. আবদুল্লাহ বারী ও জাফরপুর গ্রামের একই পরিবারের ১২ জন সুস্থ হয়ে বাড়িতে অবস্থান করছেন।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মোশরাত ফারখান্দা জেবিন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, "নতুন করে সাতজন আক্রান্তের মধ্যে হাসপাতালের ওয়ার্ড বয়কে হাসপাতালের আইসোলেশনে আনা হয়েছে এবং প্রকৃতি গতকাল বিরূপ থাকায় বাকীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com