প্রাণের সংগঠন বিএমএসএফ
বিএমএসএফ সৈনিকরা সদাপ্রস্তুত
দেশের সেবায় নিয়োজিত সত্যের দূত।
দেশ ও জাতির স্বার্থে
তথ্য প্রকাশে খুঁজে পায় মনে সুখ।
সঠিক তথ্য তোলার স্বার্থে
বিএমএসএফ সৈনিক আছে
দেশের জেলা উপজেলা
প্রত্যন্ত অঞ্চলে।
সংবাদ সৈনিকদের অধিকার
ও সম্মানের স্বার্থে,
বিএমএসএফ লড়াই করছে
১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে।
বিএমএসএফ সৈনিকরা হবো ঐক্যবদ্ধ,
হাতে রেখে হাত মোরা শপথ নিবো
নিজেদের দাবি আদায় করতে
লড়াই করবো।
১৪ দফা দাবি মোদের পূরণ হবে একদিন।
সংবাদ সৈনিকদের মুখে হাসি আসবে সেই দিন।
বিএমএসএফ নাম স্বর্ণাক্ষরে
লেখা থাকবে চিরদিন।
[কবিতাটি লিখেছেন বিএমএসএফ'র কেন্দ্রীয় সদস্য শারমিন সুলতানা মিতু]
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com