ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার অফিসার-ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপুসহ আশুলিয়া থানার ৫ পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।শুক্রবার (২৯ মে) সকালে রিজাউল হক দিপু মুঠো ফোনে দৈনিক মানুষের কল্যানে প্রতিদিন এর সাভার উপজেলা প্রতিনিধি এনামুল হককে বিষয়টি নিশ্চিত করেন।তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং বর্তমানে আশুলিয়া থানায় তার কক্ষে হোম আইসোলেশনে রয়েছেন।রিজাউল হক দিপু জানান, গত ২, ৩ দিন ধরে শরীরে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে করোনার নমুনা দেন।পরে আজ সকালে (২৯ মে) জানতে পারেন তিনি করোনা পজিটিভ। তিনিসহ আশুলিয়া থানার ৫ পুলিশ সদস্য করোনায় পজিটিভ হয়েছেন। আরও ১০ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নাজমুল হুদা মিঠু জানান, সাভারে নতুন করে আরও ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এ নিয়ে সাভার উপজেলায় করোনা ভাইরাসের রোগীর সংখ্যা ৩৮৭ জনে দাড়িয়েছে।এরমধ্যে ৪১ জন সুস্থ হয়েছে। মারা গেছেন ৬ জন বলেও জানান সাভার উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে র এ কর্মকর্তা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com