মনিরুজ্জামান (মহসিন): সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন সখীপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম (৬০) এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৩১ মে ২০২০ রবিবার বেলা সাড়ে ১০ টা হতে দেবহাটা উপজেলা পরিষদ হল রুমে কলেজের একাডেমিক পরিষদের মিটিং পরবর্তী অত্র কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ, দীর্ঘদিনের অধ্যক্ষ, সুমিষ্টভাষী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জেলা রোভার স্কাউটস কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি ও সমাজসেবক মো. রিয়াজুল ইসলাম এর ষাট বছর পূর্তির শেষ কর্মদিবস হওয়ায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন'র সভাপতিত্বে কিছুটা সংক্ষিপ্ত পরিসরে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন ক্রন্দন কন্ঠে সংক্ষিপ্তভাবে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অবসরজনিত বিদায়ী অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম। শিক্ষক মো. আবু তালেবের সঞ্চালনায় কলেজের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক আরো বক্তব্য রাখেন গণিত বিভাগীয় প্রধান পবিত্র মোহন দাশ, ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক ও শিক্ষক পর্ষদ সম্পাদক মো. মইনুদ্দিন খান, প্রাণিবিদ্যা বিভাগীয় প্রধান মো. আজহারুল ইসলাম প্রমূখ।
সভায় সামাজিক দূরত্ব বজায় রেখে আরো উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগীয় প্রধান মোল্লা সাবীর হোসেন, ভূগোল বিষয়ের বিভাগীয় প্রধান মো. আব্দুল আজিজ, ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান শেখ মিজানুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক বিভাগীয় প্রধান আলহাজ্জ মো. মনিরুল ইসলাম, হিসাববিজ্ঞান বিষয়ের বিভাগীয় প্রধান আলহাজ্জ মো. আকবর আলী, অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সিনিয়র প্রভাষক জাহাঙ্গীর কবীর, স্বপন কুমার মন্ডল, মোশারফ হোসেন, মো. আকরাম হোসেন, আলহাজ্জ মাসুদ করীম, আজিজুর রহমান, রনজন কুমার মন্ডল, আব্দুর রহমান, শরিফুল ইসলাম, মো. মনিরুজ্জামান (মহসিন), দৌলতুন্নেছা পারুল, রিতা রানী, এস এম ফিরোজ আহমেদ, সামছুল হুদা কবীর খোকন, আমিনুর রহমান, হিসাবরক্ষক বৈদ্যনাথ মন্ডল, ক্লার্ক আব্দুল আলিম, নূরমোহাম্মদ,পিয়ন শেখ আজিজুল ইসলাম, আবু হাসান সহ বিভিন্ন বিভাগের অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কলেজের পক্ষ থেকে বিদায়ী অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলামের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও ইউএনও সাজিয়া আফরীন। পাশাপাশি ব্যবস্থাপনা বিষয়ের সিনিয়র প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন) ব্যক্তিগতভাবে প্রদত্ত উচ্চারণ ও বাংলায় অনুবাদ সম্বলিত একটি কোরআন শরীফ তুলে দেন বিদায়ী অধ্যক্ষের হাতে। শেষ মুহূর্তে উপস্থিত শিক্ষক-কর্মচারীদের সাথে বিদায়ী অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম এর এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
উল্লেখ্য, দেবহাটা উপজেলার মাঝ পারুলিয়া গ্রামের মরহুম সোবহান সরদারের ৫ম পুত্র মো. রিয়াজুল ইসলাম প্রাণিবিদ্যা বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সে ফাস্ট ক্লাস লাভ করে পিতার কথা মত এলাকার মানুষের মনের চাহিদা অনুযায়ী কলেজবিহীন দেবহাটা উপজেলায় ১৯৮৫ সালে তৎকালীন সময়ে জমিসহ বিভিন্নভাবে সহযোগিতা প্রদানকারী মরহুম অালহাজ্জ অাব্দুল মজিদ,ক্যাপ্টেন শাহজাহান মাস্টার, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরদার,দানবীর আলহাজ্জ ছালামতুল্লাহ গাজী সহ বিভিন্ন ব্যক্তি ও ১১ জন তরতাজা শিক্ষিত বেকার যুবকদের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠিত বিশিষ্ট শিক্ষাবিদ ও পীরে কামেলের নামে প্রতিষ্ঠিত খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে ১৭/০৯/১৯৮৫ সালে জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক হিসেবে যোগদান করেন।
প্রাপ্ত তথ্যানুযায়ী, মো. রিয়াজুল ইসলাম জীববিজ্ঞানের শিক্ষকের পাশাপাশি ২০/০৭/১৯৮৮ সাল থেকে অনেকদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন পরবর্তী ৩০/০৭/১৯৯১ সাল থেকে খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করাকালীন ১৮/০৮/২০১৮ সালে কলেজটি সরকারি হয়। কিন্তু সরকারিভাবে এখনও সারাদেশে নতুন সরকারিকরণকৃত শিক্ষক-কর্মচারীদের নিয়োগ না হওয়ায় বেসরকারি নিয়মে ৬০ বছর বয়স পূর্ণ করে সরকারিকরণের সাদ অপূর্ণ থাকা অবস্থায় এভাবে প্রতিদিন অসংখ্য শিক্ষক-কর্মচারীর বিদায় ঘন্টা বেজে যাচ্ছে। পরবর্তীতে আদৌ তারা সরকারি সুবিধা পাবে কিনা এ তথ্য প্রায় সবারি অজানা। শিক্ষাবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট নতুন সরকারিকরণকৃত সকল শিক্ষক-কর্মচারীর প্রানের দাবী দ্রু সময়ে সকলকে জি.ও ঘোষণার তারিখ থেকে নিয়োগের ব্যবস্থা করার জন্য।
এদিকে সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম এর ৩১/০৫/২০২০ অবসরের শেষ কর্মদিবস হওয়ায় রীতি অনুযায়ী সিনিয়রের ভিত্তিতে গণিত বিষয়ের বিভাগীয় প্রধান পবিত্র মোহন দাশ ০১/০৬/২০২০ তারিখ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন ( তিনিও ১০/০৮/২০২০ তারিখে ৬০ বছর পূর্তিতে অবসর গ্রহণ করবেন)। এবছরের ৫ জানুয়ারি অবসর গ্রহণ করেন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মো. কামিদুল হোসেন এবং ২ ফেব্রুয়ারি অবসর গ্রহণ করেন কলেজের আরেক প্রতিষ্ঠাকালীন হিসাববিজ্ঞান বিষয়ের শিক্ষক ও উপাধ্যক্ষ আলহাজ্জ মো. আব্দুল মজিদ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com