কালিগঞ্জ উন্নয়ন মাস্টার প্লান (Kaliganj Development Master Plan) (KDMP) ধারা ১৩কঃ
১) এক মৎস্য ঘের হতে সরাসরি অন্য মৎস্য ঘেরে পানি প্রবাহিত করার কারণে ঘেরসমূহে ছড়িয়ে পড়া রোগের সংক্রমণ রোধ করার জন্য
২) আউটড্রেন/নয়নজল না থাকার কারনে পাউবো’র বাঁধ ও অন্যান্য সরকারী রাস্তায় গর্ত করে ধীরে ধীরে বাঁধ ও রাস্তা ধবংস করে ঘেরে পানি প্রবাহ করার অবৈধ্য কার্যক্রম বন্ধ করার জন্য এবং
৩) পাউবো’র বাঁধ ও অন্যান্য সরকারী রাস্তায় গর্ত করে ধীরে ধীরে বাঁধ ও রাস্তা ধবংস করার ফলে ঘূর্ণিঝড়ে ঘটা প্লাবন ও জলোচ্ছ্বাস হতে সাধারণ জনগণকে রক্ষা করতে উপজেলা মৎস্য বিভাগ, কালিগঞ্জ সমবায় বিভাগ, পল্লী উন্নয়ন বিভাগ কর্তৃক গঠিত মৎস্য সমিতি অথবা নিজেদের গঠিত মৎস্য সংগঠন/সমিতি অথবা অন্য যে কোনভাবে চিংডি চাষীদের একত্রিত করে একক বৈশিষ্ট সম্পন্ন খাল/নদীর ধারের এক/একাধিক প্লট নিয়ে সম্পূর্ণ গণ উদ্বুদ্ধকরণ (Complete Public Motivation Model (CPMM) মডেলে প্রত্যেকের প্লটে তার পরবর্তী প্লটে ও পূর্ববর্তী প্লটে পানি প্রবাহের আউটড্রেন/নয়নজল রেখে মডেল চিংডি চাষ জোন প্রতিষ্ঠা করবেন। আগামী অর্থবছরে ন্যূনপক্ষে এইরূপ ২ টি মডেল চিংডি চাষ জোন প্রতিষ্ঠা করবেন।
মোঃ মোজাম্মেল হক রাসেল
উপজেলা নির্বাহী অফিসার, কালিগঞ্জ,সাতক্ষীরা
ও মুখ্য নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ, কালিগঞ্জ, সাতক্ষীরা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com