হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ সাতক্ষীরা: কালিগঞ্জের বিশিষ্ঠ সমাজসেবক আজিজুল হক (৬৫) করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছে। সে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গনপতি গ্রামের মৃত নুর ইসলামের পুত্র। শুক্রবার(৫ জুন) রাত ৯টায় ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মথুরেশপুর ইউপির প্যানেল চেয়ারম্যান শেখ আলাউদ্দিন সোহেল এ প্রতিনিধিকে জানান, গনপতি গ্রামের মৃত শেখ নূর ইসলামের ছেলে আজিজুল হক দীর্ঘদিন যাবৎ পরিবার-পরিজন নিয়ে ঢাকার সাভার এলাকায় বসবাস করতেন। সেখানে তার কয়েকটি ব্যবসাও রয়েছে। বেশ কিছুদিন তিনি হার্ট ষ্ট্রোক, হাই ব্লাড প্রেসার, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সম্প্রতি তার করোনা উপসর্গের সঙ্গে কিছুটা মিলে যাওয়ায় শুক্রবার(৫ জুন) সকালে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তার সহ পরিবারের অন্যদের নমুনা পরীক্ষা করানো হয়। রিপোর্টে আজিজুল ও তারসহ স্ত্রীর পজেটিভ আসে এবং তিন মেয়ের নেগেটিভ রিপোর্ট আসে। এরপরে সন্ধ্যার দিকে আজিজুলের শারিরীক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্তায় সেখানেই রাত ৯টার দিকে মারা যান তিনি। পরিবারের সদস্যরা তার লাশ গ্রামের বাড়িতে না এনে ঐদিন রাতেই ঢাকার সাভারে স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করা হয়। বর্তমানে মৃতের স্ত্রী আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন বলেও তিনি জানান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com