ঢাকা শনিবার ৬ জুন ২০২০: দেশে অব্যাহত সাংবাদিক নির্যাতন রুখতে জেলা-উপজেলায় 'সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি' গঠন করার আহবান করা হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ'র পক্ষ থেকে সারাদেশের সাংবাদিকদের প্রতি এ আহবান জানানো হয়েছে।
বিএমএসএফ'র পক্ষ থেকে বলা হয়েছে, সাংবাদিক নির্যাতন বন্ধে কোন আইন না থাকায় প্রতিনিয়ত দেশে অব্যাহত ভাবে হয়রাণী, নির্যাতন, মামলা ও লাঞ্ছিতের ঘটনা বেড়েই চলছে। এ অবস্থা থেকে পরিত্রান পেতে জেলা-উপজেলায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন জরুরী।
যেভাবে কমিটি গঠন করতে হবে: জেলা-উপজেলা পর্যায়ের কমিটিতে সাংবাদিক, আইনজীবি, রাজনীতিবিদ, শিক্ষক, ছাত্র, এনজিও ব্যক্তিত্বদের নিয়ে গঠিত হবে।
জেলা কমিটিতে সাংবাদিক ১১ জন, ২ জন আইনজীবি, ২জন রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক নেতা ২ জন, ছাত্রনেতা ২ জন ও একজন এনজিও ব্যক্তিত্বকে নিয়ে কমিটি গঠন করতে হবে। অনুরুপ প্রক্রিয়ায় উপজেলা কমিটি গঠিত হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com