প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৪:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২০, ৮:০৪ পি.এম
KDMP ৩৪) কালিগঞ্জ সামাজিক সেবা ব্যাংক (Kaliganj social Service Bank KSSB)
KDMP ৩৪) কালিগঞ্জ সামাজিক সেবা ব্যাংক (Kaliganj social Service Bank KSSB): বার্ধক্যকালীন বা সাধারণভাবে মানুষের যেসকল সেবা প্রয়োজন যেমন সংগ, যত্ন, শিক্ষা ইত্যাদি প্রদানের জন্য সেবা গ্রহীতা ও সেবা দাতা কি পরিমান সেবা গ্রহণ ও প্রদান করল তার একটি ক্যাটাগরি ভিত্তিক হিসাব কালিগঞ্জ সামাজিক সেবা ব্যাংক ( Kaliganj social Service Bank (KSSB) এ সংরক্ষণ করা হবে। উক্ত সোশাল ব্যাংক হিসাবে যিনি সেবা প্রদান করবেন তার নামে নির্দিষ্ট ক্যাটাগরিতে উক্ত সেবা ক্রেডিট হয়ে থাকবে। সেবা প্রদানকারী যখন বৃদ্ধ হবেন বা উক্ত সেবা যখন তার নিজের প্রয়োজন হবে তখন সামাজিক ব্যাংক ঐ সময়ে প্রযোজ্য অন্য সেবা দাতাদের মাধ্যমে তাকে উক্ত একই পরিমান সেবা প্রদান করার ব্যবস্থাগ্রহণ করবেন। এভাবে এই সোশাল ব্যাংকের কার্যক্রম চলমান থাকবে।
উদাহরণঃ ১) ধরা যাক, আব্দুল সাত্তারকে বৃদ্ধ অবস্থায় সুমন নামক একটি যুবক প্রতিদিন ১ ঘণ্টা করে ৩ মাস পর্যন্ত সেবা করে তাহলে সামাজিক ব্যংকে সুমনের খাতায় বৃদ্ধকে সেবা ক্যাটাগরিতে ৯০ ঘণ্টা ক্রেডিট হবে । এভাবে যত ধরণের সেবা দেয়া হবে তা ক্যাটাগরি ভিত্তিক সামাজিক ব্যাংকে লিখিত থাকবে। এবার সুমন যখন বৃদ্ধ হবে তখন সে সামাজিক ব্যংকে জমা থাকা তার সেবা ফেরত চাইতে আবেদন করতে পারবে। ব্যাংক তখন তাকে সেই সেবা তখন যারা সেবা ক্রেডিট করতে আগ্রহী তাদের নিকট হতে শোধ করবেন। এভাবে এই ব্যংকের কার্যক্রম চলতে থাকবে।
উদাহরণ ২) জনাব আজিজ ছাত্র অবস্থায় জনাব বিল্লালের বাসায় হোম-টিউটর হিসেবে কাজ করলেন ১০০ ঘণ্টা । এটি সামাজিক ব্যংকে জনাব আজিজের নামে হো-টিউটর ক্যাটাগরিতে ১০০ ঘণ্টা হিসেবে জমা হবে। এবার জনাব আজিজের সন্তান পড়াশোনার উপর্যুক্ত হওয়ার পর সে সামাজিক ব্যংকে তার জমা ১০০ ঘণ্টা সেবা ফেরত চাইতে আবেদন করবে্ন। সামাজিক ব্যাংক তখন যারা এই সেবা প্রদানে যোগ্য ও আগ্রহী তাদের মাধ্যমে তা ফেরত দিবে। এভাবে নতুন নতুন ক্যাটাগরির সেবা অন্তর্ভুক্ত করা হবে। এই ব্যাঙ্কে কাজ করতে আগ্রহীগণ কমেন্ট করুন। বা যোগাযোগ করুন। প্রথম একটি প্রজন্ম ফ্রি এই সেবা পাবেন। পরের প্রজন্ম হতে রিপেমেন্ট শুরু হবে।
মোঃ মোজাম্মেল হক রাসেল
উপজেলা নির্বাহী অফিসার, কালিগঞ্জ, সাতক্ষীরা
ও মুখ্য নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ, কালিগঞ্জ, সাতক্ষীরা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com