করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশের অন্যান্য পর্যটন এলাকা রাঙ্গামাটির সাজেক ভ্যালি, খাগড়াছড়ি আলুটিলা, বান্দারবনের নীলাচল-নীলগিরি, স্বর্গ খ্যাত সিলেটের জাফলং-চা বাগানও নিরব-নিস্তব্ধ। এমনই নিস্তব্ধতা ধারণ করেছে কক্সবাজারের একশত বিশ কিলোমিটারের বেলাভূমি। পর্যটকের শূন্যতায় বেলাভূমি জুড়ে কিলবিল করছে লাল কাঁকড়ারা। তাদের পায়ের আঘাতে নরম বালুতে গড়ে উঠেছে আলপনা। যেন শিল্পীর তুলিতে আঁকা এক অপরূপ দৃশ্য। যেন প্রকৃতিরা প্রতিনিয়ত পর্যটকদের কাছে ডাকছে।
সারা দুনিয়ার পর্যটন এলাকাগুলো এই মুহূর্তে ঘুমিয়ে আছে। পেরুর মাচু পিচ্চু প্রদেশের ইনকা শহর, চীনের মহাপ্রাচীর, নায়াগ্রা জলপ্রপাত, ফ্রান্সের আইফেল টাওয়ার, ভারতের সিকিম প্রদেশ, ইতালির ভ্যানিস, রোম, বলিভিয়ার সালার দে ইউনিসহ পৃথিবীর সকল পর্যটন এলাকাগুলো জনশূন্য। অথচ প্রতিদিন লাখো দর্শনার্থীর ভীড়ে জমজমাট থাকত এসব পর্যটন নগরী।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com