প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৩:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৯, ২০২০, ৭:১২ পি.এম
আশুলিয়ায় ভয়াংকর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ গুরুতর আহত ৭
মোঃ এনামুল হক :ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার কাঠগড়া এলাকার মোঃ ইমনের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনাসহ উক্ত দুইতলা বাড়িটির একাংশ ধসে পরে উক্ত ঘটনায় ৭ জন আহত হয়েছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটে নি।
মঙ্গলবার (৯ জুন) সকাল ৫ টার দিকে আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকার মোঃ ইমনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণের ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিদর্শক মো: জিহাদ মিয়া বলেন , গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টা ব্যাপি চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় দুইতলা ভবনের একাংশ ধসে পড়ে ৭ জন আহত হয়েছে ।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে নি। তবে দ্বিতল ভবনের একাংশ ধসে পড়ায় আনুমানিক দশ ললক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন মানুষের কল্যানেপ্রতিদিনকে জানান, সিলিন্ডার দুর্ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে এখানে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
তাদের সর্বোচ্চ ৪৫ শতাংশ দগ্ধ রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে ধরা হচ্ছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com