মোঃ এনামুল হক :রাজধানী ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার ঢাকা আরিচা মহা সড়ক নয়ারহাট বাসস্ট্যান্ড এলাকা হতে কাঁঠাল বোঝাই কাবার্ড ভ্যানের বিশেষ চেম্বারের ঝালাই কেটে ৭৩০ বোতল ফেনসিডিলসহ ১ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৪এর একটি অভিযানিক দল।
র্যাব ৪ এর অভিযানিক দলটি বাংলারকলমকে জানান বুধবার ১০ জুন ২০২০ইং তারিখ রাত ০০.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-৪ এর একটি চৌকশ আভিযানিক দল উপ-অধিনায়ক মেজর মোঃ রকিবুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এবং সহকারী পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ এর নেতৃত্বে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নায়ারহাট বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় কাঁঠাল বোঝাই কাভারড ভ্যানের বিশেষ চেম্বারের ঝালাই কেটে কৌশলে লুকায়িত ৭৩০ বোতল ফেনসিডিল এবং মাদক বহনের কাজে ব্যবহৃত উক্ত কাভারড ভ্যানসহ মাদক কারবারি মো. নাজমুল ইসলাম (২১) কে আটক করে।
আটক কৃত নাজমুক ইসলামের বাডি -জয়পুরহাট জেলায় বলে জানা যায়।
র্যাব ৪ এর অভিযানিক দলটি জানান আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিতে মাদক নির্ভিগ্নে পৌঁছে দিতে মাদক কারবারিরা প্রতি নিয়ত ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করছে তারই ধারাবাহিকতায় পুলিশ ও র্যবের নজর এড়াতে কাঁঠাল বোঝাই কাভারড ভ্যানের বডির অভ্যান্তরে ঝালাইয়ের মাধ্যমে সংযোক্ত বিশেষভাবে তৈরি কৃত চেম্বারে কৌশলে লুকিয়ে ফেনসিডিল বহন করছিল।
বিশেষ চেম্বারের ঝালাই কেটে লুকায়িত উক্ত ৭৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী নাজমুল ইসলাম দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা সমূহ হতে অবৈধ মাদক দ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে লোক চক্ষুর অন্তরালে বিশেষ কৌশলে কাভারড ভ্যান, মালবাহী ট্রাক, পিকআপ এমনকি প্রাইভেট কারে লুকিয়ে বহন করে ঢাকা ও আশপাশ এলাকায় মাদক ডিলারদের নিকট বিক্রয় করে থাকতো।
এ ব্যাপারে মামলা প্রতিক্রিয়াধীন বলে ও জানান র্যাব. ৪ এর অভিযানিক দলটি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com