মোঃ মনির হোসেন শাহীন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ১২/০৬/২০২০ শুক্র বার থেকে পৌরসভার চলছে যানবাহনের লকডাউন। পৌরসভার বাহির থেকে পৌরসভার ভেতরে জরুরী সেবাসমূহের যানবাহন ব্যতীত অন্য কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না এবং পৌরসভা ভিতর থেকেও বাহির হতে পারবেনা। উক্ত আদেশ কার্যকরের জন্য রোদ-বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে মাঠে নেমে পড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, নবীনগর থানার ওসি (তদন্ত) রুহুল আমিন, এসআই মামুন, এসআই আনিসুর রহমান সহ সঙ্গীয় ফোর্স। এ সময় অটো, সিএনজি যাত্রী এবং পথচারীদের সামাজিক দূরত্ব ও মুখে মাক্স না থাকার দায়ে ০৫ জনক১০০ টাকা করে ৫০০ টাকা জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম।এসময় নির্বাহী কর্মকর্তা বলেন নবীনগরে মহামারী করোনা ভাইরাস দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, তাই কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া কোন উপায় নেই। তিনি সকলের উদ্দেশ্যে বলেন আপনারা বিনা প্রয়োজনে ঘরের বাহির হবেননা এবং একান্ত বিশেষ প্রয়োজনে বাহির হতে হলে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য সকলকে অনুরোধ করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com