এম এ এইচ চৌধুরী মিথুন-১৩/০৬/২০২০ইং
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার যাদুরানী বাজার সরকারি খাদ্য গুদাম হতে চাল ও গম পাচারের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার,দিবাগত রাতে আনুমানিক রাত বারোটার পর সরকারি খাদ্য গুদাম হতে অটোচালিত একটি ভ্যানে ৪ বস্তা গম ও ২ বস্তা চাল পাচারের সময় হাতেনাতে আটক করতে যাদুরানী বাজারে নৈশ প্রহরী মোঃ মাসুদ রান(২৫),মোঃ আমিরুল ইসলাম(৩৫) ও মোঃহাফিজুর রহমান(২৬) সহ স্হানীয় জনগণ।
আটককৃত ভ্যানটি এখন পর্যন্ত খাদ্য গুদামের সামনে রাখা হয়েছে।
রাত বারোটার পর ভ্যানচালক মোঃ ইউসুফ আলী(৩২) পিতাঃ মোঃ মকসেদ আলী(৮০) গ্রাম নন্দগাঁও(ডাংগী)'র বাসিন্দা
ভ্যানে করে ৪ বস্তা গম ও ২ বস্তা চাল পাচারের সময় হাতেনাতে ধরা পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক অএ খাদ্য গুদামের কর্মচারী জানান, আটককৃত ধান ও গম তাদের খাদ্যগুদাম থেকে বের হয় নি বলে অস্বীকার করেন।তবে এখন পর্যন্ত কোন সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।তবে এলাকাবাসীর অভিযোগ আটককৃত চাল ও গমের বস্তাগুলো অএ গুদাম থেকে পাচার করা হচ্ছিল।আটককৃত প্রতিটি বস্তার গায়ে খাদ্য অধিদপ্তরের সীল ছাপানো আছে।তবে ভ্যান চালক পলাতক রয়েছে।এ বিষয়ে ০২ নং আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পাভেল তালুকদার বলেন,সুষ্ঠ তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।তবে ঘটনাটির কতটুকু সত্যতা এ বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com