করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশনে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃত দুই ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত মান্দার সরদারের ছেলে শাহাবুদ্দিন সরদার (৭০) ও দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর এলাকার মৃত ঠাকুর চরনের ছেলে রাধাকান্ত চরন (৭৫)।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শাসকষ্ট নিয়ে গত ৮ জুন রাধাকান্ত ও ১৪ জুন শাহাবুদ্দিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। এরপর সেখানে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে শাহাবুদ্দিন ও সকাল ১০ টায় রাধাকান্ত মারা যান। তারা দুই জন যেদিন মেডিকেলে ভর্তি হয়েছিলেন ওই দিনই তাদের নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানো হয়। তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি। তিনি আরো জানান, যথাযথ নিয়ম মেনেই ইসলামিক ফাউন্ডেশন থেকে তাদের লাশ দাফন করা হবে।
এদিকে, এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সাতক্ষীরা জেলায় আজ পর্যন্ত মোট ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com