গাজীপুরের জয়দেবপুর থানার পাইনশাইল এলাকা থেকে অপহরণ করা হয় সালম নামে দুই যুবককে। অপহরণের দুইদিন পর ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানা এলাকা হতে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের তিন সদস্যকে গেফতার করে জয়দেবপুর থানা পুলিশ।
গাজীপুরের জয়দেবপুর থানা পাইনশাইল দক্ষিনপাড়া মৃত হাবিবুর রহমানের ছেলে সালাম (৩৮) শেরপুর জেলার বাসষ্ট্যান্ডের পূর্ব থানা বাঘরাম সোনার বাংলা এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে সালাম (৩৬)। সালাম পাইনশাইল এলাকার একটি ফার্নিচার দোকানের কর্মচারী। গত (১৬ জুন) অপহরনে বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর (১৮জুন) সন্ধায় ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থেকে ভিকটিম দুজনসহ এ ঘটনায় সংঘবদ্ধ অপহরণকারী চক্রের তিন সদস্যকে গেফতার কারা হয়।
শুক্রবার (১৯ জুন) বিকেল তিনটার দিকে দৈনিক জবাবদিহিকে বিষয়টি নিশ্চিত করেন জয়দেবপুর থানার এস আই আমিনুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার নয়াভিলা লাইরী বাড়ী মৃত হাসেন আলী মন্ডলের ছেলে আব্দুল কাদির (৬৫), আব্দুল কাদিরের ছেলে এমদাদুল ইসলাম নাইম (২২), একই এলাকার শাহিন মিয়ার স্ত্রী লিজা আক্তর (২৬)। এরা সবাই এ/পি লক্ষীপুরা তিন সড়ক মোড়ের শুক্কুর আলীর বাড়ীর ভাড়াটিয়া।
জয়দেবপুর থানার এস আই আমিনুল ইসলাম জানান, পূর্বপরিকল্পিতভাবে অপহরণ করা হয় সালমা আক্তার নামে এক নারী,সালাম নামে এক যুবককে। দুই দিন আটকে রেখে মারধরসহ প্রাণনাশের হুমকি দেয় অপহরণকারীরা। পরে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মুক্ত ও অপহরণকারীদের গ্রেফতার করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com