মোঃ মনির হোসেন শাহীন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে দন্ত চিকিৎসকসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২১জুন) ভোরে জেলা সদর হাসপাতালে দন্ত চিকিৎসক মো. শাহনেওয়াজ এবং আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের নিজের বাড়িতে আবু তাহের মিয়া মারা যায়। এ নিয়ে করোনার উপসর্গ নিয়ে জেলায় মারা গেলো ১৬ জন। এদিকে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা উন্নীত হলো ৫৩৩ জনে।
জানা যায়, রোববার ভোরে জেলা শহরের কাজীপাড়া মহল্লার মো. শাহনেওয়াজ করোনার উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধবপুর বাজারে ‘হাক্কানী ডেন্টাল ক্লিনিক’ নামে একটি দন্ত চিকিৎসালয় পরিচালনা করে আসছিলেন। একই সময়ে জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের আড়াইসিধা গ্রামের মোল্লাবাড়ির আবু তাহের মিয়া নিজ বাড়িতে করোনার উপসর্গ নিয়ে মারা যান। শনিবার দুপুর থেকে তার জ্বর, সর্দি ও কাশি ছিল। মৃত্যুর খবর পেয়ে আশুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম গিয়ে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেলেন ১৬ জন। অপরদিক জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন। এদিকে গত চব্বিশঘণ্টায় জেলায় চিকিৎসকসহ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ২২ জন। নতুন আক্রান্তদের মধ্যে জেলা সদরেই আটজন। তারা হলেন জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক, পাইকপাড়া মহল্লার একজন, কাজীপাড়া মহল্লার দুইজন, দক্ষিণ মৌড়াইল মহল্লার একজন, কাউতলীর একজন, দাতিয়ারার একজন ও পৌর এলাকার ভাদুঘর গ্রামের একজন। এছাড়া জেলার কসবা উপজেলায় পাঁচজন, বিজয়নগর উপজেলায় একজন এবং নবীনগর উপজেলায় একজন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা উন্নীত হলো ৫৩৩ জনে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরামুল্লাহ্ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া দুইজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে আক্রান্ত ২২ জনকে আইসোলেশনে পাঠানোর প্রক্রিয়া চলছে
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com