একে কাওসার, বিএমএসএফ হবিগঞ্জ:
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে হবিগঞ্জের দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন এক উপজেলা মৎস্য কর্মকর্তা।
এ মামলার বাদি মাছরাঙা টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি চৌধুরী মোঃ মাসুদ আলী ফরহাদ ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি বদরুল আলমের উপর ডিজিটাল নিরাপত্তা আইনে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বাদি হয়ে ওই দুইজন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।
জেলার দুই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে শনিবার (২৭ জুন) সকাল ১১ টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনের সামনে মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হবে। এই কর্মসুচিতে অংশ নেবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) হবিগঞ্জ জেলা শাখাসহ আরও অন্যান্য সংঘটন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) হবিগঞ্জ জেলা শাখা কমিটি ও সবকটি উপজেলা শাখার সকল নেতৃবৃন্দগন শনিবার সকাল ১১ টায় উল্লিখিত মানবন্ধন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিএমএসএফ'র জেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় কমিটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য একে কাওসার এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ওই মৎস্য কর্মকর্তার দায়ের করা মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। হবিগঞ্জের সাংবাদিকদের মাঝে ঐক্য আছে। আশা করি এই কর্মসূচিতে সর্বস্তরের সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করবেন।
আহবানে-
একে কাওসার
হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় কমিটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য,
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
যোগাযোগ : ০১৭১৮-৭৪০৮২৩
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com