এম এ এইচ চৌধুরী মিথুন : ঠাকুরগাঁও জেলাধীন হরিপুর উপজেলার ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের রণহাট্টা গ্রামে উপজেলা আনসার সদস্য কে জমি সংক্রান্ত ঝামেলার জন্য মাইরধর করা হয়েছে যা সত্যিই সমীচীন।স্থানীয় গ্রাম্যবাসীর বরাতে জানা যায়, সকালবেলা জমি সংক্রান্ত অভিযোগের জের ধরে প্রশাসনের লোকজন বলতে ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির অধীনে কর্তব্যরত গ্রাম্য পুলিশগণ আনসার সদস্য মোছাঃ ফাতেমা (২৭) কে বেধরক মাইরপিট এবং নির্মমভাবে নির্যাতন করে।
আরো জানা গেছে,এই জমি মোছাঃ ফাতেমার পৈতৃক সম্পত্তি। যা একই গ্রামবাসী মোঃ জিয়ারুল (৩৫) বেশ কিছু বছর ধরেই জোরদখল করে রাখে এবং আজ থেকে প্রায় ১ মাস আগে মোছাঃ ফাতেমা আবার জমিটি দখল করে। এত দিন মোঃ জিয়ারুল এই জমি দখল সম্পর্কে কিছু আইনি নোটিশ পাঠায় নি। কিংবা পুনঃ দখলের চেষ্টা করেনি।
কিন্তু আজ বৃহস্পতিবার সকালবেলা হঠাৎ করেই বিনা নোটিশে ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির আদেশে গ্রাম্য পুলিশ এসে মোছাঃ ফাতেমার দখলকৃত স্থানে গড়ে তোলা নতুন ঘর ভেঙ্গে ফেলে এবং আনসার সদস্য মোছাঃ ফাতেমাসহ সেখানে উপস্থিত কিছু স্থানীয় লোকজনের উপর নির্যাতন শুরু করে।মহিলা গ্রাম্য পুলিশ থাকা সত্যেও পুরুষ গ্রাম্য পুলিশ মোছাঃ ফাতেমাসহ আরো মোছাঃ শামসুন নাহার (২৯) নামক মহিলাকে বেধরক মারপিট করে। ভিকটিম মহিলাদ্বয় হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
স্থানীয় লোকজনের অভিযোগ হচ্ছে,দেশে কি কোনো আইন নেই,দেশের অসহায় মানুষগুলো আর কতভাবে মাইর খাবে।সামান্য গ্রাম্য পুলিশ হয়ে এইভাবে অসহায় মহিলাদের উপর এমন নির্মম অত্যাচার করবে এটা দেশের কোন আইনের মধ্যে পরে। চেয়ারম্যান বিচারের মাধ্যমে বিষয়টির সমাধান করতে পারতো।ভিকটিমের স্বামী মোঃ সাখাওত হোসেন, প্রশাসনের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে তিনি সুষ্ঠ এবং ন্যায় বিচারের দাবি জানান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com