সাকিব আলম মামুন,রাংগামাটি জেলাপ্রতিনিধিঃরাংগামাটির অন্যান্য উপজেলার তুলনায় লংগদুতে প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ এর প্রাদুর্ভাব আনুপাতিক হারে কম হলেও দিন দিন ক্রমাগত বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার (২রা জুলাই) রাংগামাটি পার্বত্য জেলার সিভিল সার্জনের কার্যালয় হতে প্রকাশিত তথ্য অনুযায়ী লংগদুতে নতুন করে ২জন বেড়ে মোট এপর্যন্ত শনাক্ত হয়েছে ৯জন। তারমধ্যে পূর্বেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫জন। অবশিষ্ট ৪জনের মধ্যে ২জন চিকিৎসাধীন এবং নতুন করে আক্রান্ত ২জন হলেন একজন আনসার ব্যাটেলিয়ন সদস্য ও অন্যজন শিক্ষার্থী।
লংগদু সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমা জানান, বৃহস্পতিবারের প্রেরিত ফলাফল অনুযায়ী লংগদুতে আরো ২জন কোভিড-১৯ শনাক্ত হয়েছে। ১০ দিন পূর্বে তাদের শারীরিক কিছু উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করা হয়। এখন ২জনের রিপোর্ট পজিটিভ।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার জনাব মাঈনুল আবেদীন এ বিষয়ে বলেন, আক্রান্ত ২জনের মধ্যে আনসার ব্যাটেলিয়ন সদস্যকে তার কোয়ার্টারে আইসোলেশনে রাখা হয়েছে। অন্যদিকে আক্রান্ত শিক্ষার্থীকে তার নিজ বাসায় আইসোলেশনে থাকতে বলা হয়েছে এবং সাথে তাদের পরিবারকে লকডাউন ঘোষনা করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com