হাফিজুর রহমান শিমুলঃকালিগঞ্জের মৌতলা বাজারে প্রতিদিনের ভয়াবহ যানজট নিরসনে অতিঃ পুলিশ সুপার এর সাথে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১১ টায় মৌতলা বাজার চত্তরে জনগুরুত্বপুর্ণ সভায় উপস্থিত থেকে যানজট নিরসনে বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম জামি, কালিগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন। মৌতলা বাসস্ট্যান্ড হতে মৌতলা মাধ্যমিক বিদ্যালয় পর্যান্ত কার্পেটিং সড়কের উপরে প্রতিদিন ভোর থেকে ট্রাক, পিকআপ, ইঞ্জিনভ্যান, মটরভ্যান, টমটম, নছিমন, ভ্যানের দখলে থাকে। অপরিকল্পিতভাবে যত্রতত্রে এভাবে সড়কের উপরে গাড়ী পার্কিংয়ের ফলে যাত্রী সাধারণের চরম ভোগান্তিতে পড়তে হয়। সেই ভোগান্তি লাঘবে এই গুরুত্বপুর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। যানজট নিরসনে পুলিশের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মৌতলা বাজারের ব্যবসায়ীরা। আগামী তিনদিনের মধ্যে যানজট নিরসনে জরুরী পদক্ষেপ গ্রহন করা হয়েছে। সড়কের উপরে মালামাল লোড -আনলোড করা যাবেনা, দিনে বাজারে ট্রাক কিংবা অন্যান্য যানবাহন প্রবেশ করতে পারবে না, ভোর ৬ টার পুর্বে মালামাল আনলোড করতে হবে, যত্রতত্রে গাড়ী পার্কিং করা যাবেনা এধরনের অনেক গুরুত্বপুর্ণ সিদ্ধান্তের মধ্যদিয়ে দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে সকলেই একমত পোষন করেন। জনগুরুত্বপুর্ণ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন মৌতলা ইউপি চেয়ারম্যান, মৌতলা বাজার কমিটির সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com