অগ্নিদগ্ধ শিশু আব্দুর রহমানের চিকিৎসায় আবারো এগিয়ে এলেন ইউএনও মৌসুমী জেরীন কান্ত
মোঃ রাসেল হোসেন: সাতক্ষীরার কলারোয়া অগ্নিদগ্ধ শিশু আব্দুর রহমানের চিকিৎসার দায়িত্ব নিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা।
মঙ্গলবার (৭জুলাই) সকালে অগ্নিদগ্ধ শিশু রহমানের বাবার হাতে সুচিকিৎসার জন্য ১৫ হাজার টাকার চেক তুলে দেন তিনি।
এর আগে গত বুধবারও (২৪ জুন) তার চিকিৎসার জন্য ৫ হাজার টাকা দিয়েছিলেন তিনি।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসূমী জেরীন কান্তা জানান, গত ৮ জুন সকালে বাড়ির আঙ্গিনায় খেলতে গিয়ে অসাবধানতাবশত ধান সিদ্ধ করা চুলার মধ্যে পড়ে যায় আব্দুর রহমান৷ এ সময় আগুনে তার শরীরের ৩৫ শতাংশের বেশি দগ্ধ হয়। আমাদের সবার অগ্নিদগ্ধ শিশু আব্দুর রহমানের পাশে দাড়ানো উচিত।
এদিকে, মঙ্গলবার উপজেলায় আগুনে পুড়ে গিয়ে বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া আরো দু’জনকে ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে৷
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com