মোহাম্মদ আল-আমিন,ডেস্ক রিপোর্ট: সিরি আ’র ম্যাচে মঙ্গলবার সান সিরোতে জুভেন্টাসকে আতিথ্য দিয়েছিল এসি মিলান। শুরুতে ২ গোলে এগিয়ে থেকেও জুভেন্টাসকে বড় ব্যবধানে হারিছে মিলান।
দুই দলের অসংখ্য সুযোগ নষ্টের পর প্রথমার্ধ কাটে গোলশূন্য। কিন্তু দ্বিতীয়ার্ধে যেন গোলের বন্যা বয়ে গেল। ৪৭তম মিনিটে আদ্রিয়েন র্যাবিওট এবং ৫৩তম মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় জুভেন্টাস। দুই গোল হজমের পর ২৫ মিনিটের মধ্যে জলাতান ইব্রাহিমোভিচের পেনাল্টি আর ফ্র্যাংক কেসির গোলে খেলায় সমতা ফেরায় মিলান। সমতা ফেরানোর ৫ মিনিটের মধ্যে মিলানকে লিড এনে দেন রাফায়েল লেয়াউ। খেলার ১০ মিনিট বাকি থাকতে সফরকারীদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আন্তে রেবিচ। বাকি সময়ে রোনালদোরা চেষ্টা করেও জালের ঠিকানা খুঁজে পাননি। উল্টো মিলানের আক্রমণ সামলাতেই হিমশিম খেয়েছে মাউরিজিও সারি’র শিষ্যরা।
এই হারে দ্বিতীয় স্থানে থাকা লাৎসিও’র চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট করল শীর্ষে থাকা জুভেন্টাস। ৩১ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহ ৭৫ পয়েন্ট। সমান ম্যাচে লাৎসিও’র সংগ্রহ ৬৮ পয়েন্ট।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com