মোঃ আব্দুল্লাহ আল হাদী:চট্টগ্রাম মহানগরী ও জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু ঘটেছে।
এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০৪ জন।
এছাড়া, একই সময়ে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ২৯৫ জন।
চট্টগ্রামের সরকারি-বেসরকারি ৬টি ল্যাবে ১৪৭১টি নমুনা পরীক্ষায় এই নতুন আক্রান্ত শনাক্ত হয়।
বুধবার (৮ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টার প্রতিবেদনে সিভিল সার্জন জানান, চট্টগ্রামে করোনা ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০৪ জন। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬ জন। এদের মধ্যে মহানগরী এলাকায় ৫ জন এবং উপজেলা পর্যায়ে একজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২৯৫ জন। এদের মধ্যে মহানগরে ২১৬ জন এবং উপজেলা পর্যায়ে ৭৯ জন।
ল্যাব ভিত্তিক পরিসংখ্যানে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮৩ নমুনা পরীক্ষায় ৫৬ জন পজিটিভ, বিআইটিআইডি ল্যাবে ২৭৭টি নমুনা পরীক্ষায় ১৩ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৫৩৪ নমুনা পরীক্ষায় ১১৫ জন, ভেটেরেনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ২০৩টি নমুনা পরীক্ষা২৮ জন করোনা পজিটিভ পাওয়া গেছে।
এছাড়া বেসরকারি ল্যাবসমূগের মধ্যে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৯০টি নমুনা পরীক্ষায় ৩৯ জন এবং শেভরন ল্যাবে ৮৪ নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com