এক স্বস্তির ঘুমের অপেক্ষায়,
জীবনের বহুবেলা কেটে গেলো হেলায়-অবহেলায় ।
আর কত পারা যায়...?
মানব তো আমি,
অনুভূতিতে বাঁচি, অনুভূতিতেই মিশে থাকি।
কিন্তু আর কত..?
ব্যাবচ্ছেদ বেড়ে যায়, কাঁটাতারে আবদ্ধ থেকে যায়।
কোথায় আমি আর কোথায় সে...?
দুই পৃথিবী দূরুত্বে দুজনে ,
ভালোবাসা শিকলাবদ্ধ আজ বিচ্ছেদে
আড়াল হয়ে যায় সে, ভালোবাসা অগ্রাহ্য করে ,
স্বপ্নবুনে নেয় সে আবার নতুন করে ।
কিন্তু ! সে তো ওপ্রান্তে, আর আমি বাঁচি এপ্রান্তে অপেক্ষার প্রহর গুনে,
যদি সে ফিরে আসে ,
আবার ফিরিয়ে দেয় যদি সেই দিনগুলো অনুভূতিতে মিশে,
ভালোবাসা অনুভব করে, উপলব্ধিত হয়ে
এক সুখের ভুবন আবার ফিরে পাবো বলে !!
জানি, আসবেনা সে, কভুও আসবে না
সে তো স্বপ্নবুনে এখন অন্য মোহনায়,
সুখের সাগরে ভেসে যায় তার দুবেলায় ।
আর আমি মাঝি এখন বিষাদের ভেলায়
বয়ে যায় চিরন্তন বিরহ-নদে অপেক্ষার ধারা।
বুঝেনি সে, বুঝেনা সে
আমার ভালোবাসা বুঝেনি সে,
অবহেলিত আমি বারে বারে ।
আর কত পারা যায়...?
স্বস্তির খোঁজে দিবারাত কেটে যায়,
প্রহরগুনি, এক স্বস্তির ঘুমের অপেক্ষায়..........
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com