এম এ এইচ চৌধুরী মিথুন-ব্যুরো চীফ রিপোর্টার রংপুর ১২/০৭/২০২০ইং
গত ২০/০৪/২০২০ইং তারিখ রাত আনুমানিক দুইটায় নিজ শনয় ঘরে ঘুমিয়ে ছিল মোঃ আকতার হোসেনের মেয়ে মোছাঃ দিপা আক্তার দিপা(১৫),গ্রাম ইসলামপুর পশ্চিম পাড়া,বেলতলি বাজার,থানা মিঠাপুকুর,জেলা রংপুর।এমনত অবস্থায় একই গ্রামের মোঃ দুলু মিয়ার ছেলে মোঃ আমিনুল ইসলাম(২২) দিপা আক্তার'র ঘরে ঢুকে তাকে জরিয়ে ধরে যৌন নির্যাতনের চেষ্টা করে।দিপা আমিনুল ইসলাম কে দেখে চিৎকার চেচামেচি করলে একই ঘরের পাশের বিছানায় শুয়ে থাকা দিপার বাবা মোঃ আকতার হোসেন লাফিয়ে উঠে আমিনুল কে ধরার চেষ্টা করলে আসামি আমিনুল আকতার হোসেন কে ধাক্কা মেরে পালিয়ে যায়।মোঃ আকতার হোসেন ও দিপা আক্তার এর চিৎকার চেচামেচি শুনতে পেয়ে পাশের বাড়ির মানুষজন আসতে থাকে এবং গ্রাম বাসি কারণ জানতে চাইলে মোঃ আকতার হোসেন ঘটনাটি খুলে বলে।
ঘটনাটি শোনার পরে গ্রাম বাসি আকতার হোসেন কে থানার আশ্রয় নিতে বলে।সেদিন ২০/০৪/২০২০ইং সকাল বেলা মোঃ আকতার হোসেন তার মেয়ে দিপা আক্তার দিনা কে বাদী করে মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করে।মিঠাপুকুর থানা অভিযোগ গ্রহণ করে ঘটনার সত্যতা যাচাই করে নারী ও শিশু নির্যাতন আইনে ২২ধারা মুতাবেক রেকর্ডভুক্ত জবানবন্দি দ্বারা মামলা গ্রহণ করে মিঠাপুকুর থানা।বাদী মোছাঃ দিপা আক্তার দিনা,পিতা মোঃ আকতার হোসেন ও বিবাদী মোঃ আমিনুল ইসলাম(২২) পিতা মোঃ দুলু মিয়া,গ্রামঃ ইসলামপুর পশ্চিম পাড়া,বেলতলি বাজার।মিঠাপুকুর থানার মামলা নং ৭,জি.আর.নং ১৭১/২০ ধারাঃ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন(সংশোধনী ২০০৩) এর ১০।
নারী ও শিশু নির্যাতন আইনের আসামি হয়েও মোঃ আমিনুল ইসলাম অবাধে ঘুরে বেড়াচ্ছে কিন্তু পুলিশ তাকে এখনো গ্রেফতার করছে না। আসামি আমিনুল কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন বাদী মোছাঃ দিপা আক্তার দিনা ও তার বাবা মোঃ আকতার হোসেন এবং এলাকা বাসি পাশাপাশি মিঠাপুকুর থানা ইনচার্জ অফিসার কে বিনীত অনুরোধ জানিয়েছেন কার্যকর ব্যবস্থা গ্রহণ এর জন্য।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com