হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সহ করোনা আক্রান্ত হয়েছেন মোট ২০ জন, ২৯ জনের নমুনা টেষ্টে ২০ জনই করোনা পজেটিভ।, লকডাউন ঘোষনা। এপর্যন্ত উপজেলায় ২শ ৫২ জনের নমুনা টেষ্টে মোট আক্রান্ত হয়েছেন ৭০ জন।
কালিগঞ্জ স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানাগেছে, শুক্রবার (১০ জুলাই) মোট ২৯ জনের নমুনা সংগ্রহ করে করোনা টেষ্টের জন্য পাঠানো হয়। রবিবার (১২ জুলাই) টেষ্টের রিপোর্টে ২০ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। সনাক্ত ব্যাক্তিরা হলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মহৎপুর গ্রামের শেখ আঃ রশিদ এর পুত্র শেখ নাজমুল আহসান (৪০), মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আব্দুল কাদের এর পুত্র সামিউল ইসলাম (৩৫), নলতা গ্রামের গোবিন্দ সরকারের পুত্র হারাণ সরকার (৩৯), একই গ্রামের প্রফুল্ল স্বর্ণকারের পুত্র প্রসাদ কুমার স্বর্ণকার (৬৫), ফজলুর রহমানের স্ত্রী ডাঃ তাহমিনা পারভীন (৩৪) , এস এম আনোয়ার হোসেনের পুত্র এস এম রিয়াজুল ইসলাম (৩৭), আবুল কাশেম এর স্ত্রী রূহিনা তাসনিম (৫০), ফজলুর রহমানের পুত্র তাসওয়াপ (১২), তাহিয়ান (০১), কালিগঞ্জ ইসলামী ব্যাংকের স্টাফ শমসের আলী (৫০), শরিফুল ইসলাম (৪৮), খলিলুর রহমান (৪৭), বাজার গ্রামের আতাহার হোসেনের পুত্র আব্দুল কাদের (৫৮), একই গ্রামের মৃত মাওলা বকস্ এর স্ত্রী রহিমা খাতুন (৩৮), মৃত মাওলা বকস্ এর পুত্র মহিম হোসেন (১৫), একই গ্রামের মৃত নেছার উদ্দীনের পুত্র আবুল কাশেম (৪৮), কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এর অফিস সহকারী আব্দুল্লাহ পাড় এর পুত্র মাহাবুবর রহমান পাড় (৪০), শীতলপুর গ্রামের আবুল হোসেন এর পুত্র আকবার হোসেন (৪৫), আকবার হোসেনের পুত্র রাফি হোসেন (১৮)। করোনা পজেটিভ বিষয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান এর নিকট জানত চাইলে তিনি সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com