মোঃ আব্দুল্লাহ আল হাদী:চট্টগ্রামেে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্য উল্লেখ হয়নি অনেক দিন পর।গত এক দিনে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোন তথ্য পাওয়া যায়নি।এদিকে গত একদিনে চট্টগ্রামে আরো ১০৭ জন করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে ৮০ জন নগর ও ২৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা ১১৫৯৭ জনে পৌঁছে।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি,আজ সোমবার সাকলে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে কারও মৃত্যু হয়নি।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান,গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ১৫ জন, সিভাসুতে ০০ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৩৪ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩০ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৭ জন, শেভরণ ল্যাবে ০০ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ০১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি আরও বলেন, রোববার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৫৯৭ টি। এর মধ্যে ১৪২ টি বিআইটিআইডিতে, ০০ টি সিভাসুতে, ৯৯ টি চমেকে, ১৪১ টি চবিতে, ১৯৪ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ০০ টি শেভরণ ল্যাবে এবং ২১ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়।
রোববার চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাব ও শেভরণ ল্যাবে চট্টগ্রামের কারও নমুনা পরীক্ষা হয়েছে- এমন তথ্য পায়নি সিভিল সার্জন অফিস।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ২৭ জনের মধ্যে লোহাগাড়ার ২, আনোয়ারার ৪, বোয়ালখালীর ১, রাঙ্গুনিয়ার ৩, রাউজানের ৫, ফটিকছড়ির ১, হাটহাজারীর ৭, মিরসরাইয়ের ৩ ও সীতাকুণ্ডের ১ জন আছেন।
উল্লেখ্য, চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৩৯৭ জন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com