মোঃ মনির হোসেন শাহীন
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা বজ্রপাতে নিহত হয়েছেন নৌ শ্রমিক হিসেবে কর্মরত এক যুবক।
নিহতের নাম মাহাবুব মিয়া (২৫)।
সে নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নের ছোট শিকানিকা গ্রামের হতদরিদ্র শাহ জালাল মিয়া ছেলে।
জানা যায়,দুপুর বেলায় কোনাঘাট বাজারের সামনে থেকে বৃষ্টির পর বালি বোঝায় করে রছুল্লাবাদ যাওয়ার উদ্দেশ্যে রওনা হন।
তখনো ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে।
এরই মধ্যে ভোলাচং দাসপাড়ার সামনে আসলে হঠাৎ বজ্রপাত নৌকায় মাস্তুলে ধরা মাহাবুব মিয়ার উপর পরলে তাৎক্ষণিকভাবে তার মৃত্যু হয়।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
এসময় তার মাথার উপর ছাতা ধরে রাখা আরেক শ্রমিক আলাল ও ইঞ্জিনের কাছে বসে থাকা শাহিন আহত হন।
আহত দুজনকে স্থানীয় ভাবে চিকিৎসা করা হয়।
পরে নিহত মাহবুব মিয়ার লাশ তার নিজ এলাকায় ৯টায় দশমৌজা ঈদগাহ ময়দানে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com