মোঃ আব্দুল্লাহ আল হাদী
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫৯ জনের। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৪৮৯ জন। বৃহস্পতিবারও (১৬ জুলাই) মৃত্যুশূন্য ছিল চট্টগ্রাম। এর আগে গত ১২ ও ১৩ জুলাইও করোনায় কোনও মৃত্যু ছিল না পুরো জেলায়।
শুক্রবার (১৭ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ৬টি ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে মোট ৯৫০টি নমুনা পরীক্ষা করা হয়।
এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৮১টি নমুনা পরীক্ষা করে ৪০ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৫৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় আরও ১২জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৯১টি নমুনা পরীক্ষা করে ৪৪ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়।
এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ২২৪টি নমুনা পরীক্ষা করে ১৯জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৩৫টি নমুনা পরীক্ষা করে ৩৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৭টি নমুনা পরীক্ষা করে হলে আরও ৪ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৫৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৯৫০টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১০৮ জন এবং উপজেলায় ৫১ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com