করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসীন রোমান।
শুক্রবার (১৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিসের করোনার ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।
তিনি জানান, রাঙামাটিতে নতুন করে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৯৫ জনে।
নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন রাঙামাটি সদর উপজেলায় ২০ জন, কাপ্তাই উপজেলায় ২জন, জুরাছড়ি উপজেলায় ২ জন, বরকল উপজেলায় ১জন ও রাজস্থলি উপজেলায় ১ জন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান কয়েকদিন ধরেই ঠান্ডা, কাশি ও জ্বরে ভূগছেন। এ জন্যই তিনি ১৫ জুলাই করোনা টেস্টের জন্য নমুনা দিয়েছিলেন। শুক্রবার তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। বর্তমানে তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন এবং সুস্থ আছেন।
প্রসঙ্গত, করোনা সংক্রমণের শুরু থেকে মানুষের সেবায় বিরামহীনভাবে ব্যস্ত সময় পার করছিলেন উপজেলা চেয়ারম্যান রোমান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com