মোঃ আব্দুল্লাহ আল হাদী :টেকনাফের বাহার ছড়ায় সরকারের ৬৫ দিন নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তুমুল বৃষ্টি ও ভয়ংকর ঢেউয়ের কবলে পড়ে নৌকা ডুবিতে এক জেলে নিখোঁজ হয়েছে।
জানা যায়, রবিবার (১৯জুলাই) ভোরে শামলাপুর মৎস্যঘাটে স্থানীয় মৌলভী ছৈয়দ করিমের নৌকা ডুবে আব্দু সালাম(৪৫) নামে এক রোহিঙ্গা জেলে নিখোঁজ হয়েছে।নিখোঁজ জেলে সেই নৌকার মাঝি বলে জানা গেছে।এদিকে ভারীবর্ষণে সমুদ্রে ভয়ানক স্রোত ও ঢেউয়ের অনবরত সারি অন্যদিকে সরকারি নিষেধাজ্ঞা আরোপ না মেনে নৌকা নামতে গিয়ে দুর্ঘটনা হচ্ছে।তাই নিষিদ্ধ সময়ে নৌকা নামা নিয়ে সচেতনমহলে নানা ধরনের প্রশ্নের সৃষ্টি হয়েছে।
অনেকের প্রশ্ন সংশ্লিষ্ট প্রশাসনের নাকের ডগায় প্রতিদিন শতশত নৌকা কিভাবে নামে?তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।দায়িত্ব পালনে অবহেলা নাকি অন্য কোন বিষয় রয়েছে?এদিকে অর্ধদিন অতিবাহিত হলেও নিখোঁজ জেলের সন্ধান পায়নি তার পরিবার। সমুদ্রে মাছ ধরতে যাওয়া অনেক জেলে সাঁতার জানে না তবু নৌকা ডুবির দুর্ঘটনা থেকে বাচঁতে জুন-জুলাইয়ের মত ভয়াবহ পরিস্থিতিতেও নেই কোন কন্টিনার বা ভাসামান কোন জ্যাকেট। নৌকা ডুবে নিখোঁজের বিষয় টা নিশ্চিত করেন ঐঘাটের সভাপতি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com