প্রায় চার শতাধিক যাত্রী নিয়ে মেঘনার চরে আটকা পড়েছে ঢাকাগামী চাঁদপুরের লঞ্চএমভিদেশান্তর।রোববার সকাল ১০টায় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া চরে ঝড়ের কবলে পড়ে লঞ্চটি। তবে যাত্রীরা নিরাপদে আছেন বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।ওই লঞ্চের মালিক প্রতিনিধি মিল্টন মানুষের কল্যানে প্রতিদিন কে জানান, ঢাকা থেকে তাদের আরেকটি লঞ্চ এমভি সোনারতরি দুর্ঘটনাস্থলে পৌঁছে আটকা পড়া যাত্রীদের উদ্ধারকরেগন্তব্যেনিয়েআসারব্যবস্থাকরছেন।লঞ্চে থাকা যাত্রী মিজানুর রহমান বলেন, সকাল ৭টা ২০ মিনিটে চাঁদপুর ঘাট থেকে দেশান্তর লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। সকাল সাড়ে নয়টার সময় প্রচণ্ড ঝড় শুরু হলে চালক মুন্সিগঞ্জের কাছাকাছি চরে লঞ্চ থামিয়ে অবস্থান নেন। প্রায় আধা ঘণ্টার প্রচণ্ড ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পর দেখা যায় লঞ্চটি ওই স্থানের চরে আটকে গেছে। অনেক চেষ্টা করেও চালক সেটি নামাতে পারেননি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com