ঢাকা ২১ জুলাই ২০২০: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ'র বাহরাইন শাখা কমিটি গঠন করা হয়েছে। রোববার বাহরাইনে এক বৈঠকে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে জয়যাত্রা টেলিভিশনের বাহরাইন প্রতিনিধি মো.স্বপন মজুমদারকে সভাপতি ও নিউজ ২৪ প্রতিনিধি একরামুল হককে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এছাড়া বাংলা টিভির নজরুল ইসলাম সম্রাটকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর কমিটি ঘোষণাকালে বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, দাবি ও অধিকার রক্ষায় ১৪ দফা আন্দোলনে প্রবাসী সাংবাদিকরাও ঐক্যবদ্ধ হচ্ছেন। ইতিমধ্যে লন্ডন, আমেরিকা, ইউরোপ, মালয়েশিয়া, মালদ্বীপে বিএমএসএফ'র শাখা কমিটি গঠিত হয়েছে। নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের মর্যাদা রক্ষায় ১৪ দফার বিকল্প নেই।
সংগঠনের গুরুত্বপূর্ণ ও শীর্ষ তিনটি পদে নির্বাচিতরা আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com