মোঃ আব্দুল্লাহ আল কাফী: জয়পুরহাটে নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
সকালে সিভিল সার্জন ডা. সেলিম মিঞা থেকে এ তথ্য জানা যায়।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৫১ জনে।
জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়, ঢাকায় পাঠানো ১০৬ জনের নমুনার পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ২৩ জনের রিপোর্ট পজেটিভ বলে জানা গেছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৬৫১ জন। এ পর্যন্ত জেলায় করোনা সুস্থ হয়েছেন ৪১২ জন।
গত ১৬ এপ্রিল জয়পুরহাটে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে ২০ জুলাই পর্যন্ত জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছিল ৬২৮ জনের। নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় জেলায় মোট করোনা রোগী দাঁড়ালো ৬৫১ জনে। এ পর্যন্ত জেলায় করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে ৪১২ জনকে।
জয়পুরহাট জেলায় এ পর্যন্ত মোট করোনা পরীক্ষা করা হয় ৮ হাজার ৯৯৬ জনের। এর মধ্যে পজেটিভ শনাক্ত হয় ৬৫১ জনের। করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেছেন দু'জন।
আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর হেলথ এন্ড টেকনোলজি ইন্সটিটিউটে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন করোনা আক্রান্তদের শারীরিক অবস্থা বর্তমানে ভাল বলে জানান সিভিল সার্জন ডা. সেলিম মিঞা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com