উন্নত ফলনশীল ও বারমাস কাঁঠাল পেতে ইতিমধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারি কাঁঠাল -1 ও বারি কাঁঠাল -2 জাত উদ্ভাবন করেছেন। আর এসব জাতের বাইরেও একটি জাত রয়েছে। যা কখনো আমাদের মাটিতে চাষ করা হয়নি। আর এই জাতটি হলো ভিয়েতনামের লাল কাঁঠাল। এই জাতের কাঁঠাল বড় হলে উপরে ভিতরে সব জাইগাতেই লাল টকটকে রঙ হয় এবং ভিয়েতনামের লাল কাঁঠাল খেতে খুব মিষ্টি ও সুস্বাদু। ভিয়েতনামের এই লাল কাঁঠাল দেখতে এতটাই সুন্দর যে, শুধু খাওয়ার লোভ হয়। সাধারণ মানের কাঁঠালের চেয়ে দাম তিন থেকে চারগুণ বেশি। ভিয়েতনামী এই লাল কাঁঠাল ছাদেও চাষ করা সম্ভব। কাঁঠালের বীজ থেকে চারা তৈরি করা যায়। তবে ছাদ বাগানের জন্য কলমের চারা উত্তম।
গাজীপুরের কোনাবাড়ী আমবাগ এলাকার বৃক্ষপ্রেমী খান মোহাম্মদ সবুজ নামে এক ব্যক্তি ভিয়েতনামী লাল কাঁঠালের বাগান করেছেন।তিনি জানান বতর্মানে তার বাগানে দুই শতাধিক চারাগাছ রয়েছে এবং তিনি বলেন এ বছর ফলন হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com