প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, কৃষি জমিতে কাজ করার সময় যদি কোনো শ্রমিক বজ্রপাতে মারা যান, তাহলে সেই কৃষি শ্রমিককে শ্রম মন্ত্রণালয় দুই লাখ টাকা আর্থিক থেকে সহায়তা করা হবে। এছাড়াও একজন রিকশাচালক কর্মক্ষেত্রে মারা গেলে তার পরিবারকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে দুই লাখ টাকা দেয়া হবে। আর পোশাক শ্রমিক কর্মক্ষেত্রে মারা গেলে গার্মেন্টস বিষয়ক কেন্দ্রীয় তহবিল থেকে তিন লাখ টাকা পাবে তার পরিবার।
মুজিবুল হক জানান, এ পর্যন্ত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে দুই হাজার ৬৫৪ জনকে এবং গার্মেন্টস বিষয়ক কেন্দ্রীয় তহবিল থেকে এক হাজার ৩২৫ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এবং আগামীকাল মঙ্গলবার মে দিবসের অনুষ্ঠানে বিকাল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্ঘটনায় অক্ষম বা মৃত দশজন শ্রমিকের পরিবারকে দুটি তহবিল থেকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করবেন বলে জানান প্রতিমন্ত্রী মুজিবুল।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com