শেখ রুবেল ঃ পাবনা জেলা সুজানগর সহ কয়েকটা অঞ্চলের গরু ঢাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পাবনার কাজিরহাট ঘাট থেকে ঢাকায় গরু নিতে যমুনা নদীতে ৪০টি গরু ট্রলার বোঝাই করা হয়।
আজ সকালে পাবনা থেকে ৪০ টি গরু নিয়ে আরিচা ঘাটের ভাটি এলাকায় এই ট্রলার ডুবির ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ট্রলারে থাকা লোকজন সাতরিয়ে উঠে আসলেও অনেক গরু পানিতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিসের লোকজন ট্রলার উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আজ সকাল পৌনে নয়টায় পাবনার কাজিরহাট থেকে গরু বোঝাই একটি ট্রলার আরিচা আসছিল। প্রবল স্রোত ও অতিরিক্ত বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে প্রায় ৪০টি গরু ছিল। ১০টি গরু উদ্ধার করা গেলেও বাকি গরু ও ট্রলার উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে নিখোঁজ 30 টি গরু সব কয়টি মৃত্যু হয়েছে। মৃত গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে এবং স্থানীয় ফায়ার সার্ভিস জানান থেকে খুঁজে পাওয়া যায়নি তবে যে দশটি গরু উদ্ধার করা হয়েছিল এদের মধ্যে দু'একটি গুরু বেশ অসুস্থ রয়েছে বাকিগুলা এখন সুস্থ আছে এবং মৃত গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com