প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ১১:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২০, ৩:৫১ পি.এম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাংবাদিক লাঞ্চিত, থানায় মামলা দায়ের!
নাছরুল্লাহ আল কাফি :কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইতিপূর্বে ইয়াবাসহ আটক ভূরুঙ্গামারী বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়ামুল আরিফ চৌধুরী ওরফে নিখিল চৌধুরী সংবাদ প্রকাশের জের ধরে ভূরুঙ্গামারী উপজেলা প্রেস ক্লাব এর সভাপতি সাংবাদিক আব্দুল জলিল সরকার লাঞ্চিত হওয়ার ঘটনায় ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেছে ওই সাংবাদিক। সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাংবাদিক সমাজের মাঝে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, বুধবার (২২ জুলাই) দুপুর ২ টায় উপজেলা প্রেস ক্লাবের নিচতলায় তার ব্যবসা প্রতিষ্ঠানে ভিতরে এ ঘটনা ঘটে। আব্দুল জলিল সরকার দৈনিক আমাদের সময় পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি ও দৈনিক কুড়িগ্রাম খবর পত্রিকার স্টাফ রির্পোটার হিসাবে কর্মরত আছেন ।
গত ২০২০ সালের ৩১ মে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নলেয়া গ্রামে ইয়াবাসহ নিয়ামুল আরিফ নিখিল চৌধুরী (৪০) কে হাতে নাতে আটক করেন পুলিশ । এ ঘটনায় ভূরুঙ্গামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাও হয় এবং পুলিশ তাকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরন করে ।
উক্ত ঘটনায় সেই সময় সাংবাদিক আব্দুল জলিল সরকার সংবাদটি প্রকাশ করায় নিখিল চৌধুরী ক্ষিপ্ত হয়ে উঠেন। জামিনে মুক্ত হয়ে তখন থেকে সুযোগ খুঁজতে থাকেন নিখিল চৌধুরী ।
এরই প্রেক্ষিতে বুধবার দুপুর ২.০০ ঘটিকার বিবাদী তার দলবল সহ তার ব্যাবসা প্রতিষ্ঠান জনতা হোমিও হলে অনধিকার প্রবেশ করে গত ইং ৩১/০৫/২০২০ তারিখে সংবাদ প্রকাশের বিষয়কে কেন্দ্র করে অকথ্য খারাপ ভাষায় গালিগালাজ করতে থাকে।
সাংবাদিক আঃ জলিল সরকার বলেন, এক পর্যায়ে নিখিল চৌধুরী তাহার দুই হাত দ্বারা আমার পরিহত শার্টের কলার টান মারিয়া শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথারী মারপিট করতে করতে গলা চেপে ধরে তার ব্যাবসা প্রতিষ্ঠানে বাহিরে নিয়ে এসে পাঁকা রাস্তার উপর ফেলে দেয়। সে সুযোগে উক্ত বিবাদী আমার ব্যাবসা প্রতিষ্ঠানের ড্রয়ার ভাংচুর করে ড্রয়ারে থাকা কোরবানীর গরু কেনার ৮০ হাজার টাকা ও ব্যাবসার ১ লক্ষ ২০ হাজার টাকা সর্বমোট দুই লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং- ১৫, তারিখ- ২২-০৭-২০ই। মামলার তদন্ত চলছে আসামী গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com